সুজলা সুফলা ও অন্যান্য – শাহানা সিরাজী
যাই যাই বলে চলেই গেলেই
রেখে গেলে দাগ
সে দাগ ধরে ফিরে এসেছে কচি পাতা,আম্রপালির বোল
একদিন আম্রপালি ছিলো প্রবল আকাঙ্ক্ষার!
কতো রাজপুত অকাতরে দিলো প্রাণ
আম্রপালির ছিলো সন্ন্যাসিনীর অভিজ্ঞান।
এখনো সবার কাছে সুজলা সুফলা
এখনো অমৃত স্বাদে এ হাত থেকে সে হাতে
এ মাটির অহংকার, গৌরব-সৌরভ ছড়িয়ে বলে
সময় যাযাবর নয়; তোমরাই যাযাবর,আজ আছো কাল নেই!
এখানে মাঠজুড়ে ইতিহাসের নানান অক্ষর নানান রূপে ব্যঞ্জনা ছড়ায়,তুমিও তেমনি বিবিধ উপকরণের সন্নিবেশ।
কাছে এলে ঠকঠক কাঁপি
দূরে গেলে হাত বাড়িয়ে রাখি
এতো চাতুর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে কুন্ঠিত হই না; “যেমন কর্ম তেমন ফল” চিরায়ত।
অপেক্ষা করি ফলন্ত বৃক্ষের বাড়ন্ত যৌবনারূপের
একদিন মজেছিলে তুমিও
এখন বিভীষিকাময় রাত
এখন নিঃষ্ফলা দিন
যাযাবরের অপেক্ষায় উদ্বেলিত হয়
যাই যাই করে চলেই গেলে
কম্বল তুলে রেখেছি
ঝেড়ে ফেলেছি সোয়েটার
অথচ জানাই ছিলো তুমি ছিলে কার!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক,কথা সাহিত্যিক