তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “সোনা বাবু”।

PicsArt_09-16-10.10.09.jpg

সোনা বাবু
মোঃ আঃ কুদদূস

যখন আমি ছোট্ট ছিলাম,
ছিলাম অনেক ভালো,
দিনে দিনে হচ্ছি বড়
বাড়ছে তাই কালো।

ছোট্ট বেলায় পেতাম আমি
কত শত আদর,
বড় হয়ে সবার কাছে
কমছে আমার কদর।

পাড়া পরশি বাসত আমায়
অনেক বেশি ভালো
মায়ের কোলে বসে আমি
দেখতাম চাঁদের আলো।

দাদী আমার সোনার বরণ
মুখটা ভরা হাসি,
রাত দুপুরে শুধায় শুয়ে
গল্প রাশি রাশি।

ভর দুপুরে নদীর জলে
খেলতাম ডুবের খেলা,
সন্ধ্যা হলে জমত হেথায়
কানা মাছির মেলা।

পাঁচ টাকা দরে বেচতাম চাল
বাড়ির পাশের হাটে,
রোববার হলে হাজির হতাম
সোজা দৌড়ে ছুটে।

আগের মত এখন আমায়
দেয় না কেউ টাকা,
টাকা চাইলে চোখ রাঙায়
হিসাব করে পাকা।

শৈশব কালে টাকা পেলে
রাখতাম জমা কাছে,
যখন তখন গুনতাম টাকা
দেখতাম ঠিকঠাক আছে।

আবার যদি পারতাম হতে
ছোট্ট সোনা বাবু
মায়ের কোলে থাকতাম পড়ে
বড় হতেম না কভু।

১৯ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top