দুটি অবৈধ ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন
বরিশাল বুরো প্রতিনিধি কাজী আলামিনঃ বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বদিউল্লাহ গুচ্ছগ্রাম সংলগ্ন পশ্চিম রাজারচর গ্রামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত অবৈধ ড্রেজার দুটি ধ্বংস করা হয়।
বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে তথ্য পেয়ে সদর উপজেলা প্রশাসন মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই দুটি ড্রেজার ধ্বংস করা হয়।
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব এ অভিযানে সার্ভেয়ার সিরাজুল ইসলাম, ফোরকান হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।