আমরা জনগণের সেবক হতে চাই – ঢাকা জেলা রেজিস্ট্রার সাবেকুন নাহার
সাগর চৌধুরীঃ আজ রবিবার (১৩ নভেম্বর২০২২) তেজগাঁও রেজিস্টার অফিসের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ধানমন্ডি সাবরেজিস্টার মোঃ ওমর ফারুক এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধানমন্ডি সাবরেজিস্টার মোঃ ওমর ফারুক এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা রেজিস্ট্রার সাবেকুন নাহার।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা সদর সাব – রেজিস্টার মোঃ শাহ আলম , তেজগাঁও সাব-রেজিস্টার স্মৃতি কনা দাশ, রেকর্ড রুম সাব-রেজিস্টার মোঃ ফারুক হোসেন সহ দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, নকলনবিশ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
বিদায়ী ধানমন্ডি সাবরেজিস্টার মোঃ ওমর ফারুক বলেন, দীর্ঘ দুই বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছি ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি দায়িত্ব সঠিক ভাবে পালন করেছি। আমি মনে করি দায়িত্ব পালন মানে ইবাদত। আমার বাড়ি বরিশালে আপনাদের দাওয়াত রইল বরিশালে।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা রেজিস্ট্রার সাবেকুন নাহার বলেন, আমরা যারাই রেজিষ্ট্রেশন ভবনে কাজ করি সবাই একই পরিবার। সবাইকে সমান ভাবে সুযোগ ও সম্মান দিতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে হবে। কারো আচার-আচরণে যেন সেবা ভোগীরা কষ্ট না পায় সেদিকে লক্ষ রাখতে হবে।