সংবাদ সম্মেলনে সাংবাদিকের সঙ্গে ট্রাম্পের ‘বর্ণবাদী’ আচরণ
আন্তর্জাতিক প্রতিবেদকঃ করোনা ভাইরাস নিয়ে হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মলনে এক নারী সাংবাদিকের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে এই ঘটনা ঘটে।
টেলিভিশন সংবাদমাধ্যম সিবিএস’র এশিয়ান বংশোদ্ভূত নারী সাংবাদিক উইজিয়া জিয়াং ট্রাম্পকে প্রশ্ন করেন কেন করোনা ভাইরাসের টেস্টকে বৈশ্বিক প্রতিযোগিতার চোখে দেখছেন তিনি? এর জবাবে ট্রাম্প বলেন এই প্রশ্নের উত্তর চীনের কাছে জিজ্ঞাসা করা উচিৎ।
প্রসঙ্গত, করোনা ভাইরাস চীনে উৎপত্তি হলেও এতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন চীনের গাফিলতির কারণে বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮৮ জন। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ গুণ বেশি।