শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়ল ১৭০ পুলিশ সদস্য
পুলিশ পিআরঃ বাংলাদেশ পুলিশের ১৭০ সদস্যের দুটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানে তারা মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের ১৪০ সদস্যের ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপর কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-২-এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা।
২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ প্রথম সম্পৃক্ত হয়।