প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় গিয়াস উদ্দিন আল মামুন
বিশেষ প্রতিনিধিঃ বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস আল মামুন ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের মা ৯৩ বছর বয়সী মোসাম্মত হালিমা খাতুন মারা যান।
মোসাম্মত হালিমা খাতুনের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই জালাল উদ্দিন রুমী।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর সোহাহানবাগ অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে তার জানাজা হয়। তাকে দাফন হয় বনানীতে। বনানীর একই কবর স্থানে গিয়াস আল মামুন ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বাবাকেও দাফন করা হয়েছিল।
গিয়াস আল মামুন ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে।
উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।
তবে তার এক অনুসারী নাম না প্রকাশ করার শর্তে বলেন, গিয়াস আল মামুন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তারপরও সরকারকে ধন্যবাদ তার মায়ের জানাজায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে।