ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ফেরীঘাটে দূর্ণীতি ও অনিয়ম
জেলা প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ফেরীঘাটে অবৈধভাবে দূর্ণীতি ও অনিয়ম চলছে। ঘাটে আসা প্রতিটি যানবাহনের টিকেটের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। প্রতিটি যান বাহন থেকে নেয়া হচ্ছে সুবিধা মত অতিরিক্ত টাকা। ইদ বকসিস নামের এই টাকা পরিশোধ করতে গিয়ে ড্রাইভার মালিকপক্ষ পথে বসার জোগাড়।
যানবাহনের চালক ও মালিকরা অভিযোগ করেন, ফেরী পারাপার টিকেটে লেখা হয় দুই হাজার টাকা। সরকারের অফিসে বসেই নিচ্ছেন ছাব্বিশ শত টাকা। প্রতিটি গাড়ি থেকে টাকা তুলে নিচ্ছেন এই অসাধু চক্রটি। রোগীভর্তী এ্যম্বুলেন্সও বেশি টাকা দিয়ে পার হতে হচ্ছে।
ইলিশা ফেরীঘাটে গাড়ী পারাপারের জন্য চক্রের সদস্যদের কাছে জিম্মি যান বাহন শ্রমিকরা।
বিষয়টি ভোলার জেলার জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে পরিবহন শ্রমিকরা বলেন, ফেরীভারা বেশি! আমরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হই।