রূপের দেশ
মোঃ আঃ কুদদূস
আমার রূপের রূপালী দেশ
রুপের তাহার নাই যে শেষ
পর্বতে তার রূপের পাহাড়
রূপালী চাঁদ দেখতে বাহার।
রূপের নদী ভরপূর মাছে
পাখ পাখালী গাছে গাছে
রূপার নুপূর পায়ে পরে
গাঁয়ের বৌ কত রূপ ধরে!
রূপবান নাচে মনের সুখে
আকাশ কাঁদে রূপের দুঃখে
রূপালী ইলিশ দেশ জুড়ে
রূপ তাহার নজর কাড়ে।
অপরূপ রূপ এই দেশের
ভজন করি তার রূপের।
আকাশ পাতাল সবখানে রূপ
আছে কি দেশ এর অনুরূপ?