রাজধানী ঢাকা
মোঃ আঃ কুদদূস
একটি শহর, সুন্দর আগামীর বর্ণালী স্বপ্ন,
বিশ্বে মাথা উঁচূ করে দাঁড়াবার প্রতিশ্রুতি,
স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান,
বত্রিশ কোটি হাতের বজ্রমুঠি,
প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রতীক,
প্রাণপ্রিয় রাজধানী, আমাদের ঢাকা।
ষোল কোটি প্রাণের একটি বন্ধন
কত স্মৃতি কত প্রাণের টান!
হৃদয়ের গহীনে জড়িয়ে অকৃত্রিম মমত্ববোধ।
এ যে কালান্তরের পরম আত্মীয়,
মোদের ভালোবাসার অক্ষয় বন্ধন।
কতই না দোষে দুষ্ট এই রাজপথ!
বায়ূতে শিষা,বস্তিতে ভরপূর, পরিবেশ দূষণ,
জলে টইটুম্বুর, রিক্সার শহর, মমতাহীন,
পকেটমারের দৌরাত্ম্য,নকলের রাজধানী,
নিরাপত্তাহীনতা, নাগরিকের অসুবিধা,
নিকৃষ্ট শহর, বাটপারের আনাগোনা,যানজট,
দেহ বিক্রেতাদের অঙ্গভঙ্গি—- আরও কত কী!
সব সত্য। অসত্যের লেশ কিছু মাত্র নেই।
তারপরও বলব, হে প্রিয়তম রাজধানী,
আমরা তোমায় ভালোবাসি।
তুমি সুন্দর হলে বুক গর্বে ফুলে উঠে,
তুমি কোটি পরাণের প্রাণভোমরা।
তোমার পরিচয়ে পরিচিত এ জাতি বিশ্বময়,
অতীতের ঐতিহ্য, বর্তমানের গর্ব,
উন্নত ভবিষ্যতের একমুঠো স্বপ্ন তুমি।
সমস্যা না থাকলে থাকে না সম্ভাবনা
তুমি সব সমস্যা মোকাবিলা করেই
নব দিগন্তকে উম্মোচন করছো।
অর্থনীতির চাকা রেখেছ সচল।
প্রত্যয় মোদের, তুমি পারবে, পারবেই-
তব মিনার উর্ধ্বে তুলে মোদের স্বপ্নের উম্মেষ ঘটাতে।