মুহূর্ত – হাবীবুল্লাহ সিরাজী
২১
খুব বেশি মধু মাখা
বড়ো খুশি কালো
অন্ধের সাহসমতো
সূর্যভরা আলো
২২
বৈকাল যেমন আঁকো
তা নয় অজর
দুঃখের সায়রে ভাসা
পদ্ম গুণধর
২৩
মেঘেদের ঝুল লেগে
ডর পায় চিল
বৃষ্টি ফেলে বজ্র ধরে
চোখের অমিল
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও বাংলা একাডেমির
মহাপরিচালক