বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৭ জেলে আটক

উদ্দিন প্রতিনিধি।
ভোলা বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। এ সময় 2০০০মিটার কারেন্ট জাল ও ২0 কেজি মাছ জব্দ করা হয়েছে।৯ মার্চ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রট, মৎস্য অফিসার, পুলিশের পৃথক পৃথক অভিজান চালিয়ে এ জেলে আটক,জাল ও মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানান, নদীতে নওষেধাজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন সদর উপজেলা মেঘনা নদীতে মাছ শিকার করায় ৫ জেলে আটক ও ২0 কেজি মাছ ও 2000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ব্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উপজেলা নির্বাহী আ:কুদ্দূস আদালত এর মাধ্যমে আটককৃত জেলে বিল্লল (২৪) ও মনির (২৬) কে ২০ দিনের কারাদন্ড, সেকান্দার (৭০) কে ১৫ দিন করে জেল এবং রহিম ও সুুুজন ১০০০ টাকা করে জরিমানা প্রধান করেন। এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরব করা হয়। এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top