বোরহানউদ্দিন হাসপাতালে ডাক্তার ও দালালদের রমরমা বানিজ্য; উচ্চস্বরে সাউন্ড অতিষ্ঠ রোগীরা

Picsart_25-03-12_11-07-46-660.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার বোরাহনউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে ঘিরেই গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিকের মধ্যে রোগী নিয়ে আসা দলালদের দাপট বেড়েছে।

সরকারি হাসপাতাল এলাকায় রোগী ধরতে ব্যস্ত থাকেন শতাধিক দালাল। যাদের টানা হেছড়ায় বিভ্রান্ত-ক্ষুদ্ধ গ্রাম থেকে সদরে আসা রোগী ও স্বজনরা। দালাল রোগীদের কোনোরকম বুঝিয়ে সুযোগ বুঝে হাতিয়ে নেন টাকাসহ নানা জিনিসপত্র। এসব দলাল চক্রের দাপট দেখেও না দেখার ভান করে থাকেন হাসপাতালের কর্তৃপক্ষ। যা রীতিমতো যোগসাজশে চলছে দিনের পর দিন।

বোরহানউদ্দিন প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতি জানায়, উপজেলায় সর্বত্র ছড়িয়ে গড়ে উঠেছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও অবৈধ ক্লিনিক। অবৈধ ডায়গনিস্টিক সেন্টারের এর মধ্যে কোনোটিই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে চলে না।

বোরহানউদ্দিন উপজেলা সরকারি হাসপাতালের ১০০ গজের মধ্যে এবং হাসপাতাল সড়কের দু’পাশ জুড়ে এসব অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠেছে সরকারি হাসপাতালগামী রোগীরা প্রায়ই গন্তব্য পর্যন্ত পৌছার আগেই দালালদের বহুমুখী টানাটানির মধ্যে পড়ে। সরকারি হাসপাতালের ভেতরে ডুকে হাসপাতালের ডাক্তারগণও তাদের সহযোগিতা করে।

টানাটানি শেষে কোনো রোগী সরকারি হাসপাতাল পর্যন্ত পৌছলেও সেখানেও থাকেন দালালরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভ্রান্ত করে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। এরপর গ্রামের সহজ সরল রোগিদের প্যাথলজি পরীক্ষা ও আধুনিক চিকিৎসার নামে সঠিক ভাবে পরিক্ষা না করেই অর্থ হাতিয়ে নেয়।

প্রত্যেকটি ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেক চিকিৎসকও দালালরা এসব প্যাথলজি থেকে কমিশন পান। যার কারণে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে উপজেলা আইনশৃঙ্খলা ও সমুন্নয় মিটিংয়ে বার বার অনুরোধ করা হলেও এই অপরাধগুলো থেকে মুক্ত হতে পারে নি। কারণ তার নামেও মাইকিং করা হয়। তার নামেও কমিশনিং হয়। দিনরাত চলে সেই মাইকিং।

স্থানীয় লোকজন জানান, সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠা এসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর বেশির ভাগই নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাগজপত্র। নেই দক্ষ লোকবলও উন্নতমানের যন্ত্রপাতি। আবেদন করেই আধা পাকা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে তোলা হয়েছে ডায়াগনস্টিক সেন্টার। বসানো হয়েছে ডিজিটাল এক্স-রে মেশিনসহ কিছু যন্ত্রপাতি। অদক্ষ কিছু টেকনেশিয়ান দিয়ে কারানো হয় পরীক্ষা নিরীক্ষা।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও তার সহযোগীদের প্রভাবশালী চিকিৎসকের ছত্রছায়ায় গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার ও ঔষাধের দোকানে নিয়োজিত দালাল চক্রের সদস্যরা ৫০ শয্যার সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়ার কাজে সক্রিয় থাকে।

এদিকে, হাসপাতালের ফটকে দালালদের দেখা গেলে, তাদের বক্তব্য জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ওল্টো ছবি তুলকে গেলে নানা বাধার সম্মুখিন হতে হয় প্রতিবেদককে। নানা রকম হুমকি দামকি দিচ্ছেন। অনেকেই বিএনপি’র নেতাদের নাম ভাঙ্গিয়ে চলছেন। অনেকেই বিএনপি’র সাবেক সংসদ সদস্যের কথা বলছেন।

হাসান নগর ইউনিয়নের পারভিন বেগম নামের এক প্রসুতি নারী জানান, সম্প্রতি সময়ে তিনি বোরহানউদ্দিন হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে মাঝ পথেই পড়েন দালালদের খপ্পড়ে। তাকে ভুল ঝুঝিয়ে নিয়ে যান প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে পড়তে তার নানা বিরম্বনা।

সচেতন মহল জানান, এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুয়ায়ী অবকাঠামো ও যন্ত্রপাতি নেই। তারপরও প্রশাসনের নাকের ডগায় এসব ক্লিনিকে বা ডায়গনিস্টিক সেন্টারে এসব অনিয়ম হলেও নেই কোনো প্রসাশনের তৎপরতা।

স্থানীয় বাসিন্ধা সিহাব হাওলাদার জানান, চিকিৎসকদের সহযোগী ও ডায়াগনিস্টিক সেন্টার এবং ঔষধের দোকানে নিয়োজিত এসব দালাল চক্রের সদস্যরা রোগীদের নানা কৌশলে উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে হাসপাতাল চত্বর থেকে বাইরে এনে প্রাইভেট প্যাথলজি ক্লিনিকে নিয়ে যায়। অথচ হাসপাতালে এর চেয়ে ভালো প্যাথলজি পরীক্ষা হয়ে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষও চিকিৎসকরা এসব দালালদের সঙ্গে জড়িত থাকায় ঘটনাটি জানলেও কোনো কথা বলেন না। কারণ পরে এসব চিকিৎসকই প্রাইভেট ক্লিনিকে তাদের চিকিৎসা দিয়ে উচ্চহারে ফিস ও পরীক্ষার কমিশন হিসেবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

এই ঘটনাটি একাধিকবার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য প্রশাসনের প্রধানকে জানালেও দালাল চক্রের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৌশলে দালালদের সাথে আতাঁত করে সাংবাদিকদের হেনস্তা করার পায়তারা চলে।

নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান, কিছু বিএনপির নেতার নাম ভাঙ্গিয়ে চিকিৎসক ও ডায়াগনিস্টিক সেন্টারের মালিকরা এসব অপকর্ম করছেন এসব দালালরা।

এসব অবৈধ ক্লিনিকে বা ডায়গনিস্টিক সেন্টারের নাম ঠিকানা ও ডাক্তারদের প্রচারের নামে সকাল দুপুর সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত মাইকিং চলে। উচ্চ মাত্রায় শব্দ দূষণ হলেও হাসপাতালের প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এমনকি স্থানীয় প্রশাসনও উচ্চস্বরে সাউন্ড বাজানো বা মাইক ব্যবহারের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ গ্রহন করেন না। যা শব্দ আইনে দন্ডনীয় অপরাধ।

তবে, স্থানীয় বিএনপি’র নেতাদের সাথে যোগাযোগ করলে জানানো হয়, অবৈধভাবে কোন ব্যবসাকেই বিএনপি সমর্থন করে না। কেউ যদি অবৈধ ভাবে এসব ব্যবসা চালায় তাকে আইনের কাছে সোর্পদো করা হোক।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রয়োগের পর অসুস্থ ৬৫ জন ছাত্রী

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা; ডাক্তার ও নার্সদের ক্ষমতার দাপট কোথায় ?

আরও সংবাদ পড়ুন।

নার্স নিয়ে যায় বোরহানউদ্দিন হাসপাতালের সরকারি ঔষধ

আরও সংবাদ পড়ুন।

জনমনে ক্ষোভ; বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে মিথ্যা তথ্য ও অবৈধ ডাক্তার পরিচয় দানের অভিযোগে এগারো হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেষ্ট কিট ও স্যালাইন নেই; রোগীদের চিকিৎসা ব্যাহত –

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

ভোলায় “এ” প্লাস ক্যাম্পেইন – সকাল ৮থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে

আরও সংবাদ পড়ুন।

টাকার বিনিময়ে বোরহানউদ্দিন হাসপাতালে করোনা টিকা বিক্রী

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে ১২৮৫ অবৈধ হাসপাতাল-ক্লিনিক শনাক্ত; অভিযান শুরু প্রশাসনের

আরও সংবাদ পড়ুন।

মেডিকেল ভর্তি প্রশ্নপত্র ফাঁসে জড়িত চিকিৎসক ও চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৯ জন

আরও সংবাদ পড়ুন।

সরকার ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে

আরও সংবাদ পড়ুন।

২৯ সিভিল সার্জনকে ওএসডি

আরও সংবাদ পড়ুন।

সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

বদলি বাণিজ্যে চিকিৎসক নেতারা! সাড়ে ৩ হাজার চেয়ার বদল; আওয়ামী লীগপন্থি দোসরদের পূর্নবাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top