বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভোলার শাজাহানের নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি আজাদ জাহান

Picsart_24-12-29_21-14-37-904.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভোলার শাজাহানের নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি। প্রসূতি মাকে ফুলেল শুভেচ্ছা জানানো পাশাপাশি উপহার ও আর্থিক সহায়তা করেন ডিসি।

ভোলা জেলা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ভোলার শাহজাহানের নবজাতকের দায়িত্ব নিয়েছেন ডিসি মো. আজাদ জাহান।

শনিবার সকালে ভোলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে নবজাতককে দেখতে যান তিনি।

তখন ডিসি অভিভাবক হিসেবে শিশুটির পাশে থাকার ঘোষণা দেন।

এর আগে শুক্রবার বিকালে শহরের এশিয়া ডক্টরস পয়েন্টে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহজাহানের স্ত্রী ফাতেমা বেগম। তাৎক্ষণিক শিশুটির নাম রাখা হয় ওমর ফারুক।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের মো. শাজাহান ঢাকায় পাপোশ বিক্রি করতেন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে গুলিতে নিহত হন তিনি। তখন তার স্ত্রী ফাতেমা ছিলেন চার মাসের অন্তঃস্বত্ত্বা।

শনিবার সকালে নবজাতকের জন্ম নেওয়ার খবরে বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলার সমন্বয়কদের নিয়ে ক্লিনিকে ছুটে যান ডিসি মো. আজাদ জাহান।

শিশুটির মাকে ফুলেল শুভেচ্ছা জানানো পাশাপাশি উপহার ও আর্থিক সহায়তা করেন তিনি।

পরে ডিসি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলায় ৪৬ জন শহীদ হয়েছেন। তার মধ্যে শাজাহান অন্যতম। শুরু থেকেই আমরা শহীদ শাজাহানের অসুস্থ স্ত্রীর পাশে ছিলাম, জেলা প্রশাসন থেকে অনুদানও দেওয়া হয়েছে।

এখন নবজাতকের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের পাশে থাকব। একইসঙ্গে সরকারের সহযোগিতাও থাকবে।
ভোলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম ও কামরুন নাহার এনি বলেন, শাহজাহানের ছেলের পাশে তারা আছেন, ভবিষ্যতেও খোঁজ-খবর রাখবেন।
ফাতেমা বেগম বলেন, অনাগত সন্তানকে নিয়ে শাজাহানের স্বপ্ন ছিল অনেক। আজ সন্তান জন্ম নিলেও ছেলের মুখ দেখে যেতে পারলেন না বাবা।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসন সব সময় যেন তার সন্তানের পাশে থাকে এমনটাই প্রত্যাশা স্বজনদের।

এদিকে, প্রসূতি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান ওই ক্লিনিকের চিকিৎসক আফরোজা বেগম।

তিনি বলেন, আমরা তাদের পর্যবেক্ষণ করছি, আপাতত কোনো সমস্যা নেই।

আরও সংবাদ পড়ুন।

৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক

আরও সংবাদ পড়ুন।

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ ভোলায় বৃক্ষ মেলার উদ্বোধন

আরও সংবাদ পড়ুন।

ভোলা গণপূর্ত কর্মকর্তাদের অনিয়ম ও দূর্নীতি; অফিসে অনুপস্থিত সবাই

আরও সংবাদ পড়ুন।

সশস্ত্রবাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে – নৌবাহিনী প্রধান

আরও সংবাদ পড়ুন।

ভোলায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানের অনিয়ম ও দুর্নীতির শেষ কোথায়?

আরও সংবাদ পড়ুন।

ভোলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পায়নি ৫৪ হাজার দরিদ্র পরিবার; অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

আরও সংবাদ পড়ুন।

সংবাদের সোর্স প্রকাশ করতে বাধ্য নয় সাংবাদিকরা – হাইকোর্ট

আরও সংবাদ পড়ুন।

ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন

আরও সংবাদ পড়ুন।

ভোলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা’র সাথে জেলা জজ মাহামুদুর রহমান খারাপ আচরন করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top