চরফ্যাশনে ৩টি ইটভাটাতে সাত লক্ষ টাকা জরিমানা
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ও চর ফ্যাশন থানার আয়েশাবাগ এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
সরকারের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করার অপরাধে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে।
আজকের অভিযানে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
মোবাইল কোর্ট অভিযানে ০৩ টি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা কিলন ভাঙ্গা এবং কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ভোলা জেলা পুলিশ, কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যবৃন্দ এবং অগ্নি নির্বাপণ কাজে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
০১। মেসার্স আব্দুল্লাহ ব্রিকস
প্রোঃ জনান আন্দুল বারেক বিশ্নাস, চর মানিকা, দক্ষিণ আইচা, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড=৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা।
০২. মেসার্স মানিকা ব্রিকস
প্রোঃ মোঃ নুরুল ইসলাম হাওলাদার, চর মানিকা, চরফ্যাশন, ভোলা। অর্থদণ্ড= ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।
০৩.মেসার্স সততা ব্রিকস
প্রোঃ মোঃ নুর আলম,
আয়েশাবাগ, চরফ্যাশন,ভোলা। অর্থদণ্ড =২,০০,০০০/-।
ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে।
আরও সংবাদ পড়ুন।
ইটভাটা পরিবেশ দূষণের বড় হাতিয়ার; বায়ু, মাটি ও পানি স্থায়ী ক্ষতি করছে
আরও সংবাদ পড়ুন।
দৌলতখানে যমুনা ব্রিকস ও রংধনু ব্রিকসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশন উপজেলার ৩টি ইটভাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রী করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
অনুমোদনহীন ও বেআইনি ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ – মন্ত্রী সাবের হোসেন চৌধুরী’র
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে পদ্মা বিক্স, সুরমা বিক্স ও মোল্লা বিক্স ইটভাটায় ৪,৫০,০০০ টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে পদ্মা বিক্স, সুরমা বিক্স ও মোল্লা বিক্স ইটভাটায় ৪,৫০,০০০ টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে এস এন এস ইটভাটায় পুড়ছে কাঠ; পুড়ছে তিন ফসলি জমির মাটি
আরও সংবাদ পড়ুন।
বায়ুদূষণ রোধে ৪৫৮টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী
আরও সংবাদ পড়ুন।