দৌলতখানে যমুনা ব্রিকস ও রংধনু ব্রিকসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

Picsart_24-03-03_20-57-09-680.jpg

আজকের মোবাইল কোর্ট পরিচারনা করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ও রহমত উল্যাহ।

সাগর চৌধুরীঃ আজ রবিবার (০৩ মার্চ২০২৪) ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলার দৌলতখান উপজেলার চর লামছিপাতা ও দক্ষিণ চর লামছিপাতা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ও রহমত উল্যাহ।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন দৌলতখান থানার পুলিশের সদস্যবৃন্দরা।

আজকের মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।

মোবাইল কোর্টে দুটি ইটভাটার বিরুদ্ধে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণের পদক্ষেপ গ্রহণ না করা এবং ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত ইটভাটার কার্যক্রম পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়ঃ

১. মেসার্স যমুনা ব্রিকস, চর লামছিপাতা, দৌলতখান, ভোলা-কে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) টাকা জরিমানা আদায় করা হয়।

২. মেসার্স রংধনু ব্রিকস, দক্ষিণ চর লামছিপাতা, দৌলতখান, ভোলা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে পদ্মা বিক্স, সুরমা বিক্স ও মোল্লা বিক্স ইটভাটায় ৪,৫০,০০০ টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে এস এন এস ইট ভাটায় ১০ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলার ৩টি ইটভাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top