বোরহানউদ্দিনে এস এন এস ইটভাটায় পুড়ছে কাঠ; পুড়ছে তিন ফসলি জমির মাটি

Picsart_23-12-22_18-03-46-831.jpg

সরকারি আইনে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না।

সরকারি আইনে আরও বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কোন জ্বালানি কাঠ ব্যবহার করিতে পারিবেন না।

সাগর চৌধুরীঃ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( ২০১৩ সনের ৫৯ নং আইন ) এ তিন ফসলি জমির মাটি ও জ্বালানী কাঠের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এই আইনের আওতায় জেল ও জরিমানা বিধান রয়েছে।

সরকারি আইনে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না।

সরকারি আইনে আরও বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কোন জ্বালানি কাঠ ব্যবহার করিতে পারিবেন না।

তিন ফসলি জমির মাটি ইট ভাটায় ইট বানিয়ে পোড়ানো ও কাঠ দিয়ে ইট পোড়ানো অপরাধ। কিন্তু বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে এস এন এস ইটভাটায় ইট পোড়াতে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করছে। পরিবেশের ক্ষতি করছে। তিন ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরী করছে। সরকারের আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ইট তৈরী করছে। মেঘনা নদীর তীর থেকে পানি উন্নয়ন বোর্ডের আইন অমান্য করে মাটি কেটে ইট তৈরী করছেন। ইটভাটার পরিবেশও সরকার নির্দেশিত ভাবে প্রস্তুত নয় কিন্তু বছরের পর বছর ভাটা চালিয়ে যাচ্ছেন, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার।

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার এস এন এস বিক্সের মালিক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তার মুখের ভাষা ও আচার-আচরণ আগের চেয়েও খারাপ হয়েছে,অভিযোগ স্থানীয়দের

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করেছেন। স্থানীয় চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপট দিয়ে ধারাকে সাড়া ঞ্জান করছেন। স্থানীয় মানুষ তার এসব অপকর্মের বিষয়ে কথা বললে, তিনি ক্ষেপেযান এবং সাধারন মানুষের সাথে খারাপ আচার-আচরণ করেন। ক্ষমতার দাপট দেখান।


টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার এস এন এস ইটভাটায় কাঠ এনে ইটপোড়ানোর কাজে ব্যবহার করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার এস এন এস ইটভাটায় কাঠ পোড়াচ্ছে। স্থানীয় মানুষের একাধিকবার অভিযোগ সত্বেও অদৃশ্য কারনে, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন না।

সরকারি আইনে দন্ডনীয় অপরাধ। জেল ও জরিমানার উভয় দন্ডে দন্ডিত হওয়ার কথা থাকলেও বহাল তবিয়তে ইটভাটা চলছে।


স্থানীয় সচেতন মহল ও পরিবেশ কর্মীরা ইট ভাটায় কাঠ পোড়ানোর ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ছবি ও ভিডিও ক্যাপচার করলে নানা রকম হুমকি দামকি এমনকি প্রান নাশেরও হুমকি দেয় ভাটায় দায়িত্বরতরা।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে ৩টি ইটভাটায় বিভিন্ন অপরাধে জরিমানা করেন – নির্বাহী ম্যাজিস্ট্রেট

আরও সংবাদ পড়ুন।

ভোলার চরফ্যাশনে ৪টি ইট ভাটায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ বাজারে পলিথিন রাখা ও বিক্রী করার অপরাধে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top