ভোলার চরফ্যাশনে ৪টি ইট ভাটায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
জেলা প্রতিনিধিঃ সোমবার (২০ ফেব্রয়ারী ২০২৩)ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এবং শশীভূষণ থানার চরকলমী ও দক্ষিণ মঙ্গল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব ছিলেন, ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান সবুজ এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, চর ফ্যাশন থানার পুলিশ সদস্যবৃন্দ এবং চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টে চারটি অবৈধ সনাতন পদ্ধতির ড্রাম চিমনীর ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
১। মেসার্স মাইসা ব্রিকস-২, আব্দুল্লাহপুর:১,৫০,০০০/-
২। মেসার্স শানিমা ব্রিকস-২, চর কলমী: ২,৫০,০০০/-
৩। মেসার্স মহাজন প্লাস ব্রিকস, চরকলমী:১,৫০,০০০/-
৪। মেসার্স রিফাত ব্রিকস, দক্ষিমঙ্গল: ৫,০০,০০০/-
পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় ৩টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় অবৈধ যমুনা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস ভেঙ্গে ঘুড়িয়ে দিয়েছেন – নির্বাহী ম্যাজিস্ট্রেট