একুশ – শাহানা সিরাজী
একুশ মানে মায়ের আঁচল
শান্তি সুখের ছায়া
একুশ মানে ভায়ের আদর
অবাক সুখের মায়া
একুশ মানে অনুভব
কবিতা আর গানে
একুশ মানে সহজ প্রকাশ
ছন্দ সুর আর প্রাণে!
একুশ মানে কথা বলা
মায়ের ভাষার অধিকার
একুশ মানে বাংলা মা
তোমার আমার স্বাধিকার
একুশ মানে প্রতিবাদ
যতো অন্যায় অবিচার
একুশ মানে স্বপ্ন দেখা
দেশ গড়ার অঙ্গীকার।
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।