ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে জানতে দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের একাধিক জনকে বক্তব্য জানতে চাইলে তারা, ঢাকা জেলা রেজিস্ট্রারের বিষয়টি সম্পর্কে এড়িয়ে যান।
সাগর চৌধুরীঃ নিজের ও পরিবারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ মঙ্গলবার মামলার অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নেয়ার তারিখ ধার্য ছিল।
অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক।
মামলায় তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুস বিনিময়ের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
রাজস্ব হারাচ্ছে সরকার – ঘুস দুর্নীতিতে সাবরেজিস্ট্রাররা বেপরোয়া
আরও সংবাদ পড়ুন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাব রেজিস্টার ও উচ্চমান সহকারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগে – দুদকের অভিযান