ঢাকা জেলার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম এর সাথে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স – এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে কথা বলে – দুদক টিম।
সাগর চৌধুরীঃ সোমবার (১২ ফেব্রুয়ারী২০২৪) ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
টিম ছদ্মবেশে রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবাগ্রহিতাদের বক্তব্য গ্রহণ করে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে প্রাপ্ত অনিয় মসমূহের বিষয়ে এনফোর্সমেন্ট টিম জেলা রেজিস্ট্রারের সাথে কথা বলে এবং অনিয়মে জড়িত কর্মচারীদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কমিশনকে অবহিত করার অনুরোধ জানায়।
এছাড়া, অভিযোগের বিষয়ে তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যাবলি যাচাইপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
রাজস্ব হারাচ্ছে সরকার – ঘুস দুর্নীতিতে সাবরেজিস্ট্রাররা বেপরোয়া
আরও সংবাদ পড়ুন।