বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জুয়ার মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করেন বোরহানউদ্দিন থানা পুলিশ। পরে তাদের ৫ জনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ১৮ ডিসেম্বর রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির (বিপিএম) এর তত্ত্ববধায়নে এসআই আলতাফ হোসেন, এএসআই আলমাস,এএসআই মেহেদী সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন তাদের আটক করে।
আসামীরা হলেন,
১। মো.মোর্শেদ (৪০)পিতা- শাহ আলম দালাল।
২। মো.নুরনবী (২৭)পিতা- মৃত শফিউল্লাহ উভয় সাং চকঢোষ ৮ নং ওয়ার্ড।
৩। মো.আলাউদ্দিন (৩০) পিতা -মো.জাহাঙ্গীর মাতাব্বর।
৪। মো. নওয়াব (৩৮) পিতা- মৃত চান মিয়া।
৫। মো. মিরাজ (৩০)পিতা- খোকন সর্ব সাং – কাচিয়া ইউনিয়ন চকঢোষ ৭ নং ওয়ার্ড।
আটককৃতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৮ নং ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির (বিপিএম)বলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান (বিপিএম) এর নির্দেশে জুয়ার আসর থেকে আটককৃতদের ৫ জনকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা – ধর্ষক গিয়াসউদ্দিন আটক
আরও সংবাদ পড়ুন।
বোরহানগঞ্জ বাজারে “মেসার্স আখি স্টোর”কে বিশ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা