(বোরহানউদ্দিন ও দৌলতখান) ভোলা-২ আসনের নৌকা প্রতিক পেয়েছেন আলী আজম মুকুল। তিনি পর পর তিন বার নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। দুই মেয়াদে সংসদ সদস্য হয়েছেন।
সাগর চৌধুরীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)।
আজ সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন।
প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা।
(বোরহানউদ্দিন ও দৌলতখান) ভোলা-২ আসনের নৌকা প্রতিক পেয়েছেন আলী আজম মুকুল।যদিও আজ থেকেই প্রচার ও প্রচারনা শুরু করার কথা রয়েছে। তারপরও দলীয় সিন্ধান্তকে গুরুত্ব দিয়ে কেন্দ্রের নির্দেশনার বিষয়টি মাথায় রেখেই প্রচার ও প্রচারনা শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরও সংবাদ পড়ুন।
দৌলতখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এমপি মনোনয়ন পত্র জমা দেন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন