বাংলাদেশ – শাহানা সিরাজী

Picsart_23-04-20_23-54-40-534.jpg

বাংলাদেশ – শাহানা সিরাজী

১.
আবার কোন এক শ্রাবণে কাঁদবো বিগত আষাঢ়ের দুপুরকে ভেবে, ভাদ্রের গরমে
ঘাসবিছানায় গড়াগড়ি বিকেল
রাত্রি নামবে ঘামভেজা মায়ায়


পদ্মা,যমুনা, ধলেশ্বরী
ডেকে যাই শ্রীহরি
জনমে মরণে ও মনের গহীনে
শারদীয়া শিউলি


দুঃখের গহনা তাই অঙ্গ জুড়ে
বেনারসি হাসি হাসে, অমোঘ কালিমা কোথা হতে এসে কালোদাগ দেয় লেপে, স্তম্ভিত আমি, আলতো হাতে ছুঁয়ে যাই যেন কেউ না দেখে!
সুখের বুকে ধারালো ছুরি, অন্তিম দীর্ঘশ্বাস, দুঃখের কোলে রোদবিলাসী উষ্ণতায় মুখ গুঁজে….


পথে পথে হাঁটি আর দেখি পলিমাটি, উজাড় বুকে হাজারো ফুলের হাসি, তার মাঝে খুঁজি
বেহুলার উদ্ভ্রান্ত কেশরাশি
লখিন্দর পারবে রুখতে তীব্র ছোবলের বিষ!


উত্তরা বাতাস তুমি কাঁপি থরথর
তোমার চোখে দেখি পাতা ঝরঝর
হৃদয় আমার আকুলি বিকুলি
খোঁজে তোমার ঘর….

তুমি চঞ্চল বুনোহাওয়া কলমিলতা দোলে
তুমি অড়হর আনমনে ফোটো বিরলে
আমি তপ্তমরু মেঘ মেঘ খেলায় একাকার
তোমার অভিসারে আমি পুঞ্জিকা মনোহর

তোমার নিটোল হাসি দেখায় বারোমাসি চাঁদ
ফুলেরা বলে অগোছালো জোছনার ফাঁদ
আমি সেই ফাঁদে আটকে পড়া অরুনিমা
‌জলের সাথে বেঁধেছি আমার কন্ঠস্বর….


যাবো যাবো যাবো গো ব্রজের পথে
ও গোপী তুমি বাজাও বাজাও বাজাও বাঁকাবাঁশী
গোপিনীদের বলো যেতে সরে রাধা মন বেঁধেছে
গো..

তারে রাখব ধরে হৃদ মাঝারে
তারে বাঁধব চুপে মন বাহারে
তারে বিনা যায় না বাঁচা
সুরবিহারি অঙ্গনে

ব্রজের পথে যাবো আমি
‌সব সখিদের হৃদয় হরি
ওগো গোপী ফুলসাজি
দেব তোমার চরনতলে


অনেক বৃষ্টি

বৃষ্টির জল বোঝো অশ্রু বোঝো না
ব্যথায় ভরা এ বুকে কী যে যন্ত্রণা
তুমি তা কোন দিনও জানবে না…

তোমাকে পাওয়ার আশা দিতে হবে ছেড়ে ভাবিনি কোনদিন
তোমার সাথে হবে না দেখা আর
কেন নিয়তির এ অভিশাপ জানি না

এ আঁধারে হারাবে রাত্রি চোখের জলে ধুয়ে
এ শহরে ঘুরছি একাকী তুমি বিহনে
কেন নিয়তির এ উপহাস জানি না…..


বাজিজেতার দিন

এই শোনো শোনো
আজ আনন্দের দিন
আজ বাজাও বীণ
আজ বাজি জেতার দিন
আজ হাওয়ায় উড়ার দিন

আজ ভুলে যাওয়ার দিন
আজ স্বর্ণসুধায় ঋণ
আজ দোলা লাগার দিন
আজ বাজি জেতার দিন
আজ উৎসবে মুখরিত দিন
আজ ছুটে চলার দিন
‌আজ বাজি জেতার দিন।


কার ঘরে তুমি বাস করো গো
কার গো রাঁধো ভাত
ও রাই তোমায় আমি ভাইবা মরি
তুমি আমার না….

বুকে জ্বেলে অগ্নিগিরি রইলে তুমি সুখে
তোমার সুখে সুখী আমি বুঝলাম অবশেষে
তোমায় আমি আরশি করে সকাল বিকাল দেখি
আমার চোখের জলে তোমার পরান ভিজে না

দিন কাটে না রাত কাটে না সদাই ভেবে মরি
সারাদিনের সকল কাজে তোমায় খুঁজে ফিরি
তোমায় আমি পুতুল করে রাখি অন্তরে
‌বোবাপুতুল ঘুমিয়ে থাকে কথা বলে না…

শাহানা সিরাজী
কাব, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও লেখা পড়ুন।

একটু কথা অল্প কথা : জাতীয় শিক্ষাক্রম ২০২১ – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

মিষ্টি কুমড়ো ও হ্যালোইন – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ঘুরে এলাম স্ট্যাচু অব লিবার্টি – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top