আজ কি ঘটবে বরিশালে কৌতুহল সবার! হাড্ডাহাড্ডি লড়াই নাকি…

Picsart_23-06-12_00-38-04-301.jpg

আজ কি ঘটবে বরিশালে কৌতুহল সবার!হাড্ডাহাড্ডি লড়াই নাকি…

সাগর চৌধুরী।। মতামত।।

গতকাল রবিবার বরিশালের সিটিনির্বাচন উপলক্ষে ভেতরে ভেতরে প্রচার-প্রচারণা চালিয়েছে প্রায় সব প্রার্থীরা। কোথাও কোথাও ভিন্ন চিত্র দেখা গেলেও বন্ধ হয় নি নানা রকম লেনদেন। কানাঘুষা চলছে নগরীর প্রতিটি মানুষের মধ্যে।

আজ সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ছেন যে সব প্রার্থীরা, তাদের বায়োগ্রাফি ইতোমধ্যে পেয়ে গেছেন।

আজ আর সে সব বিষয় নিয়ে আলোচনা করববো শুধু বরিশালের সিটিনির্বাচন নিয়ে।

আজ সকালে সরকারের যথাসময়ে প্রতিটি কেন্দ্রে শুরু হয়ে যাবে ভোট। কেন্দ্র প্রধানকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দখল বুঝে নিয়েছে। ভোটকেন্দ্রের নির্দিষ্ট সিমার মধ্যে জনসাধারণের চলাচলের উপর ইতোমধ্যেই সর্তকতা জারি করেছে প্রশাসন।

যদিও নির্বাচনি আইন অনুযায়ী সকল বিষয়ে জবাব দিহি করবে নির্বাচন কমিশন কর্তারা। যতিও এমন কিছু ঘটেনি যে তারা অপ্রস্তুত থাকবে।

পূর্নশক্তি নিয়েই নির্বাচন কমিশন মাঠে থাকবে। ভোট গ্রহন শেষে ফলাফল দেওয়াও একটি গুরুত্বপূর্ণ ইভেট। এটার গুরুত্ব শেষ পর্যন্ত না রাখতে পারলে প্রশ্ন বিদ্ধ থাকবে এবারের নির্বাচন।

তবে, এখানকার ভোটারদের উপস্থিতি বলে দিবে ফলাফল কি হতে যাচ্ছে? এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেরে যাওয়ার ফলাফলও কতটুকু প্রভাব ফেলবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে?

বুজতে হলে অপেক্ষা করতে হবে আরও…
চলবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top