ঘর – খায়রুল বাবুই

PicsArt_11-13-12.03.50.jpg

ঘর – খায়রুল বাবুই

কীসের নেশায় মানুষ বাঁধে ঘর?
আত্মা চিনে, আত্মীয়তায় জড়ায় পরস্পর
ভাগ কোরে নেয় শ্বাসের আয়ু, কিংবা তুমুল জ্বর
সুখ হয়ে যায় বন্দি—দালান-কোঠারই ভেতর
তাকেই ভীষণ আপন লাগে, যে-ছিল খুব পর।

কীসের টানে মানুষ ফেরে ঘরে?
চৌকাঠে দাঁড়ানো যে-প্রেম অপেক্ষাটা করে
একটু ভুলে ওলট-পালট, অভিমানের ঝড়ে
শোক লুকিয়ে, স্নিগ্ধ-হাসির মূল্য অগোচরে
মিটিয়ে, সব তুচ্ছ মেনে শূন্য দু-হাত ধরে।

কীসের আশায় মানুষ গড়ে ঘর?
‘এই তো আমি আছি’—শুনে জুড়াতে অন্তর।

খায়রুল বাবুই
কবি ও লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top