এই বাংলায়
মোঃ আঃ কুদদূস
এই বাংলার পথে প্রান্তরে
আঁকে বাঁকে
মায়া ছায়ায় জড়িয়ে আছে
না বলা কত স্মৃতিকথা।
ভালবাসার কত যে মধূর স্মৃতি আজও চির হিরন্ময়।
নিযুত বছর পরেও একবার
যদি সুযোগ পাই
ঘুরে দেখতে চাই
এই বাংলার সবুজ প্রান্তর।
ভালোবাসার সওদা ফেরি করে ফেরিওয়ালার মত।
কী অপরূপ রূপের মায়াবী
সাগর নদী খাল বিল!
চাঁদনী রাতের নিঃশব্দ মৌনতা
এই বাংলার শিশিরসিক্ত ধানক্ষেত।
অধিকার নিয়ে আসিব ফিরে এ রাঙা মাটির তটে।
এই বাংলার তরু ছায়ার শীতলতায়
তুমি দিয়েছ মায়ের আদর
বেঁধেছো অদৃশ্য সুতোয়ে
জম্ম জম্মান্তরে; মহাকালের ক্ষণিকায়।
তব ভালবাসার আকাশে তারা হয়ে দেখব তোমায়।
প্রিয়তম দেশ, অনাবিল আনন্দের স্বপ্নভূমি,
আমরা তোমায় ভালবাসি
বন বনানীর বৈচিত্র্যতায়,
এই বাংলার রূপ গল্প উপন্যাস কবিতায়।
সহস্রবার তব রূপ মাধূর্যে বিমুগ্ধ হয়ে অপলক রই।