হতে চাই
মোঃ আঃ কুদদূস
আমি বৃষ্টি হতে চাই আজি
যদি তুমি ভিজতে হও রাজি
হতে চাই শীতল বাতাস আমি
যদি আলতো ছুঁয়ে দাও গো তুমি।
আকাশে চাঁদ হয়ে ভাসতে চাই
যদি সেই রাতে তোমায় পাই
বাঁশি হয়ে থাকবো তোমার হাতে
যদি সুর উঠাও ঐ গহীন রাতে।
পুস্প হয়ে ফুটবো সন্ধা বেলায়
যদি তুমি সে ফুল পরো খোপায়
দুপুরের রোদ হবো উষ্ণ দিনে
যদি ভাবো একাকী নির্জনে।
হবো আমি নিরব ভোরের পাখি
যদি হাসো খুলে তোমার আঁখি
শাপলা হয়ে ফুটবো বিলের জলে
শাপলার মালা যদি পরো গলে।
দিঘীর স্বচ্ছ জল হতে চাই গো
হংসী হয়ে তাতে যদি সাঁতরাও
হাসনাহেনা হবো জোৎস্না রাতে
যদি থাকো তুমি আমার সাথে।
আকাশের তারা হবো ঐ দূরে
তারার দীপ নাও যদি মুঠে পুরে
জীবনটীকা লিখতে চাই আমি
আজীবন যদি পাশে রও তুমি।
১৫ জুলাই ২০১৮
স্বরবৃত্ত ছন্দ