প্রার্থনা; মানুষগুলোর জন্য – হোসেন আবদুল মান্নান

প্রার্থনা; মানুষগুলোর জন্য – হোসেন আবদুল মান্নান

একেবারে চলে যাচ্ছেন তাঁরা। কেউ যেতে চাননি অথচ অদৃশ্য হয়ে যাচ্ছেন চিরতরে। যেতেই হবে সবাইকে, থাকার সুযোগ নেই এখানে। তবুও এসব ঘটনা কিছু সংবেদনশীল,হৃদয়বান মানুষকে গভীরভাবে স্পর্শ করে যাচ্ছে। তাঁদের ব্যাথাতুর মননে ও মনভাঙা হাহাকারে এর প্রতিধ্বনি শোনা যায়। এদিক ওদিক তাকায়, বলাবলি করে আহ! কত ভালো মানুষ ছিলেন তিনি। তাঁদের গতি শ্লথ হয়ে উঠেছে,ভাষা বেদনামাখা, অনেকেই ক্রমাগত মৃয়মান এবং সংকুচিত হয়ে যাচ্ছেন। ভাবছেন, তাহলে এর নামই কী জীবন! এর জন্যই কী এত কিছু?

অন্যদিকে, মর্ত্যের পিপীলিকার মতো বিপুল সংখ্যক মানুষের রূপধারী মূর্তিমান দুর্বৃত্ত,যেন গনদুশমনের ছায়া, জনগনমনে সার্বক্ষনিক গুজব আর আতঙ্ক সৃষ্টিকারী-কাঙালদের হুঁশ হলো না। এরাও যে এ গ্রহের জন্য একেবারেই অপরিহার্য নয় এমন বোধ ঈশ্বর এদের অনুকম্পা বা করুনা করেও দেননি। এদের জন্য দুঃখ হয়।

মহান আল্লাহ আমাদের সকলকে আরো মানবিকতায়, প্রীতিবানতায়, উদারতায় ও পরার্থপরতায় সাধারণ মানুষের সাথে ক্রমাগত সংযোগ করে দিন।

শুক্রবার বাদ জুম্মা।

হোসেন আবদুল মান্নান
সচিব, বাংলাদেশ সরকার।
কবি ও লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top