দ্রুততম মানব ইতালির জেকবস
ক্রীড়া প্রতিবেদকঃ টোকিও অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে ৯ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল জেকবস।
অলিম্পিকে এই প্রথম সোনা জয়ের স্বাদ পেলেন ২৬ বছর বয়সী এই ইতালিয়ান।
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসের গ্রেট ব্রিটেনের লিনফোর্ড ক্রিস্টির পর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে ১০০ মিটারে সেরা হলেন জেকবস। আর ইতালিয়ান হিসেবে প্রথম।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জেকবস ক্যারিয়ার শুরু করেছিলেন লং জাম্প দিয়ে। ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে।
জেকবস স্বর্ণ পদক জিতলেও ফ্রেড কার্লি ৯ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা আর ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার আন্দ্রে দে গ্রাস।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৯ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। টানা তিন অলিম্পিক ১০০ মিটার ও ২০০ মিটারে সোনা জয়ী একমাত্র অ্যাথলেটের মুকুট আজও শোভা পাচ্ছে ২০১৭ সালে অবসরে যাওয়া বোল্টের মাথায়।
১০০ মিটারে তার টাইমিংয়ের রেকর্ড যথারীতি অটুট থাকল।