ভোলায় ফারহান-৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলে আল-আমিনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা
জেলা প্রতিনিধিঃ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী ফারহান-৪ লঞ্চের ধাক্কায় মেঘনা নদীতে নিখোঁজ জেলে মো. আল-আমিনর (১৯) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
নিহত আল-আমিন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চকডোষ গ্রামে লোকমান হোসেনের ছেলে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার ধরনীরখাল এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউর হক জানান, কোস্টগার্ড সদস্যরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করলে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবার একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।
(৬ ডিসেম্বার) ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ফারহান-৪ হাতিয়া ছেড়ে এসে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে যাত্রী উঠায়। লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যেতে ঘোরানোর সময় পেছন থাকা নূরন্নবী মাঝির ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা পাঁচ জেলে নদী পড়ে যায়। পরে চারজনকে সাতর দিয়ে লঞ্চে উঠলেও আল আমিন নিখোঁজ থাকে।