সাঁঝবেলা – শাহানা সিরাজী
আবীর ছড়িয়ে সূর্যটা বলে যাই যাই
দুহাত বাড়ায়ে আঁচলে চাই জড়াতে
ধরতে ধরতে মিনিষেই গোধুলি
পরাণের গহীনে আঙুলি হেলে বলে যাই যাই যাই..
কখনো ব্যর্থ কখনো সমার্থ কখনো মেঘনা জল থই থই
কখনো তীরহারা ঢেউ কূলহারা কেউ একা জলাঙ্গীনি
ঋতু হতে হতে হই বেদনার বালুচর, তাতেই বাঁধি ঘর
পুর্ণিমাপসর হইও না কভু পর শুকনো অন্তর
নিবিড় ছোঁয়ায় জাগে, জাগে অধরাবেশে,অনিমেষ পাথার,বুকেতে সাঁতার, প্রচ্ছন্ন মায়ায়,শীতল ছায়ায়
উদাস বাঁশির বেহুলা সুরে বিষন্ন আমি খন্ডিত
এ পাশে আমি ওপাশেও আমি
পাশ ফিরলে শূন্য সব কোথায় যে তুমি
ক্ষয়ে ক্ষয়ে যায় অপলক সময় বিশ্বস্ত সূত্রে
যেখানে সেতার সেখানেই সিতার সেখানেই আমি
প্রবল উত্তাপে সকল সন্তাপে পোড়ামাটি ছাই
আবার আমাতে তুমি, তুমি অনন্য তাই
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারন)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক