আদম ১০ – শাহানা সিরাজী

PicsArt_08-26-09.59.04.jpg

আদম ১০ – শাহানা সিরাজী

আদমের কলবে এক নাম এক ইতিহাস
আদম করে কেবল উন্নাসিক হাঁসফাঁস
হাওয়া কই? কই হাওয়া? ডেকে ডেকে ক্লান্ত
ফেরেশতারা বলে শোনো হইও না তো শ্রান্ত!

আদম তুমি সৃষ্টির অজুহাত
একজনে করো প্রাণপাত
যে তোমায় দিয়েছে প্রাণ
গেয়ে যাও তার সুনিপুন গান!

আদমের মুখ যেন ঘণকালো মেঘ
হাওয়া ছাড়া পায় না যে উড়বার বেগ
আদম চায় ডাকুক তারে মোহন মায়ায়
অন্তরের ডাক যায় মিশে সকরুণ হাওয়ায়!

হৃদয়ের গহীনে আরণ্যক সুবাস
অগ্নিসম দহন বেদনার পরাবাস
সব কিছু তিতা কেন কঠোর সাধনায়
বুকে বাজে এক সুর হাওয়ায় হাওয়া

দিনে দিনে বেড়ে যায় আদমের জাত
গন্ধম হাতে হাওয়া বুনে যায় পুরাতন তাঁত
ঘাম ঝরে আদমের লাঙলের ফলা
হাওয়ার আঁচলে বাঁধা নতুন নতুন কলা!

উত্তরসূরী এসে বলে আদম সেরা
নতজানু হাওয়া বলে আমাদের ঢেরা
কতো প্রাণ কতো গান শূন্যে ভেসে যায়
হাওয়া এসে চুপচাপ নীরবে দাঁড়ায়

ছিলো কোথায় এতো নীতি স্বর্গের কালে
গন্ধম-ঘ্রাণে আদম ছিলো নৃত্যের তালে
হাওয়ার কাজল-চোখে আদমের চোখ
ওষ্ঠ বলে আয় আয় বেহেশতো সুখ

অপ্সরী অধরা আয় রে বুকে আয়
হাওয়া ছাড়া আদমের বাঁচা বড়ো দায়!
এক আদমের গন্ধমলীলায় মানবের পত্তন
শূন্য হতে এসে শূন্যেই হয় যার মিলন

বিধাতার এ খেলায় বাঁধ সাধে সুধারাম
অনিয়ম নিয়ম হয়ে বিধি করে বাম!
আদমের নিশ্বাসে মিশে যায় হাওয়ার নাম
তুমি বিনা এ জগতে আমার কী আছে বলো কাম!

হাজারো লোভ ঝুলিয়ে আদমের নাকের ডগায়
বারে বারে বলে যায় যেও না আবার সেই হাওয়ায়

আদম মনতি করে প্রভু হে মাফ করো মাফ
হাওয়া বিনা এ জীবন বড়ই অভিশাপ
চাইনা কিছুই আমি হাওয়া ছাড়া আর
যতবার জনম হবে হাওয়াই আমার…

শাহানা সিরাজী
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top