নোমান হত্যার বিচার এর দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ।

Capture.jpg

নোমান হত্যার বিচার এর দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ।

সাগর চৌধুরীঃ আজ দুপুরে ভোলার বোরহানউদ্দিনে মোবাইল ব্যাবসায়ী নোমান হত্যার বিচার এর দাবিত মানব বন্ধন বিক্ষোভ ও সড়ক বন্ধ করেছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে মনিরাম বাজারে সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়ক বন্ধ করে এই কর্মসূচী পালন করা হয়েছে।

এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বোরহানউদ্দিন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্র আনে।

আজকের মানববন্ধনে নোমান হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচার এর আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়।

মামলার তথ্য বিবরন থেকে যানা যায় যে, সৌদি প্রবাসী মো: ফিরোজ আলম এর একমাত্র ছেলে নোমান। মনিরাম বাজারে ইলেকটনিক্স এর ব্যবসা করে। ব্যাবসা করা সূত্রে অনেক বন্ধুর সাথে ঘুরে বেরাতো। এই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে নিখোজঁ হয় সে।

গত ৪ মে রাতে বাসা থেকে বের হয়ে নিখোজঁ হয় নোমান। ৫ই মে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের একটি পুকুর থেকে ল্যাপ পেচানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নোমান এর বাবা ফিরোজ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এই ঘটনায় ৩ জনকে গ্রাফতার করেছে। এরা হলো -তুহিন, সোহাগ ও তামিকে আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক বলেন,যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদেরকে আমরা আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top