গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম বিষয়ে দুদক সচিবের ব্রিফিং
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন দুদকের সচিব মোঃ মাহাবুব হোসেন।
তিনি বলেন, গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, বিজ্ঞ আইনজীবী মোঃ ইউসুফ আলী, বিজ্ঞ আইনজীবী জাফরুল হাসান শরীফ এর বক্তব্য প্রদান গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শ্রমিক/কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫% অর্থ লোপাট, তাদের পাওনা
৩৬৪,১৭,০৯,১৪৬/- টাকা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬% অর্থ কর্তন, তাদের কল্যাণ তহবিলে বরাদ্দকৃত সুদসহ ৪৫,৫২,১৩,৬৪৩/- টাকা বিতরণ না করে আত্মসাতসহ উক্ত কোম্পানি হতে ২,৯৭৭ (দুই হাজার নয়শত সাতাত্তর) কোটি টাকা মানিলণ্ডারিং এর মাধ্যমে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগের বিষয়ে
বক্তব্য দেয়ার করার জন্য ৪ জনকে নোটিশ প্রদান করা হয়।
নোটিশ প্রাপ্তদের মধ্যে আজ এ বিষয়ে বক্তব্য প্রদান করেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম,বিজ্ঞ আইনজীবী মো: ইউসুফ আলী, বিজ্ঞ আইনজীবী জাফরুল
হাসান শরীফ।
নোটিশ প্রাপ্ত ৪র্থ জন হলেন গ্রামীন টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম। প্রয়োজন হলে অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগের সাথে সম্পৃক্ত সকলকে জিজ্ঞাসাবাদ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
অনুসন্ধান টিমের প্রধান মো: গুলশান আনোয়ার প্রধান, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা।
আরও সংবাদ পড়ুন
গ্রামীণ টেলিকম কোম্পানির পক্ষে, আইনজীবি