সুখের পায়রা
মোঃ আঃ কুূদদূস
সুখের পায়রা দেয় না ধরা যখন তখন
কষ্টের দিন সব লেগে থাকে সারাটি ক্ষণ
সুখের পর আসে দুঃখ- সেতো অমর বাণী
কষ্টে ভরা জীবন নিয়ে সেটা মানি।
সুখ ধরা দেয় না কখনো প্রাচুর্যতায়
অনুভবেই শুধু সুখকে খুঁজতে হয়
বেদনা বিনাশ করে আমার সব প্রাপ্তি
অপ্রাপ্তি গ্রাসে জীবনের ছোট তৃপ্তি।
যা আমি চাই নি এ সুন্দর ভূবনে
তা কেন এসে দাঁড়ায় আমার সামনে?
ভালো লাগা সব ছুটে যায় অনেক দূরে
কোন দিন তা আসবে না আবার ফিরে।
দিন শেষে রাত আসে মোর শত বেদনায়
করছি আজ শুধু মিছে সুখের অভিনয়
ভালোবাসা মোর সে তো গেছে হারিয়ে
বাঁচতে চাই আজ সব কিছুর বিনিময়ে।
পথ গতিহীন তিমির কালো ঘোর আঁধারে
কষ্টের রাত শেষে পৌঁছবো কি সুখের ভোরে?
তৃপ্তির ভোরে উড়বে কখন সুখের পায়রা
সে ভোরের আকাশ যদি থাকে মেঘ ছাড়া।
হাজার বেদনার মাঝে খুঁজি আমি সুখ
কষ্টের নীল আকাশ যেন আমার এই বুক
পাগল আমি, শুধু যে ঐ সুখের কাঙাল
সৌভাগ্যের তরে বুনছি লক্ষ স্বপ্নের জাল।
৩ আগস্ট ২০১৮
স্বরবৃত্ত ছন্দ