হোক প্রতিবাদ দিনে রাতে
-সাগর চৌধুরী।
আমার ভাই; আমার বোন; এরা সবাই আমাদের শরিরের অংশ। আমরা ওদের রক্ষা করব। আমাদের রাজপথে ভাই-বোনদের সর্বস্তরের নিরাপত্তা দিব। যারা আমাদের আজকের ছাত্র এরা সবাই হবে দেশের সুনাগরিক। এরা হবে আগামী ভোটার! এরাই চলাবে দেশ। প্রশাসন চালবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে।
প্রতিটি মানুষকেই প্রকৃতিগত ভাবে বিদায় নিতে হয়। আজকের প্রধানমন্ত্রী সময়ের সাথে পাল্লা দিয়ে একদিন অবসরে যাবেন। যাবেন সবাই; আমি; তুমি; আমরা সবাই।
কিন্তু, আপনিও একদিন চলে যাবেন। ওরাই দেশ চালাবে। আপনি কতটুকু বোজেন? তাহলে কি বলবেন? ওরা আপনার চেয়ে কম বোজে? আপনার উত্তর আপনার কাছে, আমার বক্তব্য ওদের মুখে। ওরা কত সুন্দর করে প্রতিবাদ করল। ওরা কত সহজেই প্রকাশ করল। মন্ত্রীকে সোজা করল। মন্ত্রীদের দুর্গে ঢুকে ছোট ছোট বাচ্চারা দুর্গ দখল করল।
প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ অনুরোধ। আপনারা এদেশের সূর্য সন্তান। আপনাদের এইদেশ। মাটি বাতাস পানি সবই আপনাদের। আপনারাই সাজাবেন আপনাদের স্বদেশ। আজ যা নষ্ট করবেন, সেটা আপনার। রাষ্ট্রের যা সম্পদ আছে এগুলোর সবই আপনাদের। আপনারাই সব কিছুর মালিক।
আপনাদের হলের খাবারের টাকা, স্কুল-বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা সকল বহন করেন আপনাদের টাকায়। রাষ্ট্র মানে আপনি,আমি,সে। সুতারং আপনাদের ভয়ের কারণ নেই!
প্রিয় সরকারী কর্মকর্তা-কর্মচারীগন।
সমাজবিধি বা রাষ্ট্র বিধি অথবা অন্তর্জাতিক বিধি কোন বিধিতেই কি পড়ে! রাষ্ট্রের আগামী দিনের নেতাদের এভাবে আঘাত করা?
আপনারা ভুলে গেছেন, আপনারা সেবক, আপনারা রাষ্ট্রের চকিদার, আপনারা কর্মচারী। এরাই একদিন আপনার পেনশন ভাতার ফাইল সই করবে। এরাই আপনার বয়স্কভাতার ফাইল পাশ করাবে। এরাই আগামী। এদের সম্মানের চোখে দেখুন। এদের সম্মান করুন।
মা,
শেখ হাসিনা। আমার রাস্তায় পড়ে থাকা ভাই-বোনগুলোর দিকে তাকান। এরাই আপনার জয়। এরাই আপনার পুতুল। এরাই আপনার ভাই রাসেল! এরাই আপনার বাংলাদেশ। এরাই করবে আগামীর বিশ্বজয়।
মা এদের কাছে আসুন। এদের কথা শুনুন। আপনার কাছে আসতে চায় বলেই ওরা বড্ড অভিমান করছে! আজ রাস্তায় নেমেছে। ওদের কষ্ট কেউ বোজেনা বলেই, ওরা কাউকেই মানতে চায় না। আমরা আপনার সন্তান। মা ছাড়া সন্তানের ব্যথা কে বুজবে?