রাতের আঁধারে সরকারি চাল পাচার
উপজেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা।
গত সোমবার (৭ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে।
ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন।
রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল।
শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বক্তব্য জানা যায় নি।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পায়নি ৫৪ হাজার দরিদ্র পরিবার; অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সাবেক সংসদ শাওন হেলিকপ্টারে মাদক পৌঁছাতেন! এলজিডি – পাউবো থেকে নিতেন ১০ শতাংশ
আরও সংবাদ পড়ুন।
লালমোহনে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
লালমোহনের ধলী গৌড়নগর কলেজে ঘুষের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
খাদ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য – বহাল তবিয়তে ফ্যাসিস্টের ‘ত্রিরত্ন সিন্ডিকেট’
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের কাছে চিঠি; চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা