বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে আটক ২১ পিচ ইয়াবা সহ দুলাল।
বোরহানউদ্দিন থেকে সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৯নং ওয়ার্ড থেকে ২১ পিচ ইয়াবা সহ দুলাল (৩৮) কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মোঃ কামরুল ইসলাম (৪৫) পিতাঃ মৃত মফিজল ইসলাম।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বরিবার সন্ধ্যায় এএস আই জসিম ও তার সঙ্গীয় ফোর্স সহ তাকে ছাগলা ইউনিয়নের ইউনুস সাঝির বাড়ির পশ্চিম পাশের রাস্তা থেকে আটক করে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে, পরে তাকে আটক করতে সক্ষম হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার শিকদার বলেন, দুলালকে মামলা দিয়ে আদালতে প্রেরন করা করা হবে।
অসিম কুমার শিকদার আরো বলেন, পুলিশ সুপার মোকতার হোসেন স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করবো। অভিযান চলছে, চলবে।
তথ্য সংরহ.মোঃ আঃ আজিজ, বোরহানউদ্দিন প্রতিনিধি।