খালেদা জিয়া হাসপাতালে, আছেন সিসিইউতে

Picsart_23-06-29_10-45-20-409.jpg

খালেদা জিয়া। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

আজ শনিবার (২২ জুন ২০২৪) সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনো কোনো কিছু আমরা জানতে পারিনি।’

এর আগে গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেসময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর ২ মে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি।

৩০ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় ফেরেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন।

আরও সংবাদ পড়ুন।

খালেদা জিয়া ফিরোজায় ঈদ কাটাবেন

আরও সংবাদ পড়ুন।

বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না – রুহুল কবির রিজভী

আরও সংবাদ পড়ুন।

নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়েছে – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আরও সংবাদ পড়ুন।

কারামুক্ত হলেন মির্জা ফখরুল, আমীর খসরু,শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আরও সংবাদ পড়ুন।

খালেদা জিয়া আবারও হাসপাতালে

আরও সংবাদ পড়ুন।

যতদিন সফলতা না আসবে ততোদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে – মহাসচিব মির্জা ফখরুল

আরও সংবাদ পড়ুন।

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top