দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে একাধিক অভিযোগ – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, নির্ধারিত সরকারি ফি’র অতিরিক্ত আদায় ও অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে টিম সেবা প্রত্যাশীদের নিকট হতে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার এবং উক্ত দপ্তরের অন্যান্য কর্মচারীদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম।
এছাড়াও সাব-রেজিস্ট্রি অফিস হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত বক্তব্য ও রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগ সমূহের সত্যতা রয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনতা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক টিমের নিকট তুলে ধরে। প্রাপ্ত সকল তথ্যাদি পর্যালোচনান্তে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে দুদক টিম সেবাগ্রহীতাদের আশ্বস্ত করে।
অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আরও সংবাদ পড়ুন।
অহিদুল ইসলাম ঢাকা জেলা রেজিস্ট্রার দুর্নীতি মামলায় কারাবন্দি; ৫ দিনেও সাময়িক বরখাস্ত হয়নি
আরও সংবাদ পড়ুন।
নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রার ও তার সহকারীর বিরুদ্ধে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
https://wnews360.com/archives/65202
আরও সংবাদ পড়ুন।
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুস বিনিময়ের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।