১২৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

Picsart_23-12-06_09-33-27-849.jpg

১২৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

বিশেষ প্রতিবেদকঃ আজ সোমবার (২২ এপ্রিল ২০২৪) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেই আদেশে ১২৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে এই কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৪১৫ জন।

যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ২১২টি।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করে যোগদানপত্র sa1@mopa.gov.bd ঠিকানায় পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৮তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই থাকবেন অর্থাৎ ইনসিটু রাখা হবে। 

‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্ম সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর পেতে হবে। যুগ্ম সচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

সর্বশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে, পদোন্নতির ক্ষেত্রে নির্বাহী আদেশ হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আদেশ পালন করে।

আরও সংবাদ পড়ুন।

ডিসি সম্মেলন উদ্বোধন করেছেন – প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

প্রশাসন ক্যাডারের পদ বেড়ে দ্বিগুণ;সিভিল সার্ভিস(প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ-২০২৪ জারি

আরও সংবাদ পড়ুন।

চুক্তি থেকে কবে মুক্তি মিলবে পাঞ্জেরী? ক্ষোভ, দুঃখ ও কষ্টে চাপা পড়েছে জনপ্রশাসন!

আরও সংবাদ পড়ুন।

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৪’ আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে পদকপ্রত্যাশীরা

আরও সংবাদ পড়ুন।

১০৫ উপ-সচিবের আকুতি! পদোন্নতি ও জ্যেষ্ঠতা বঞ্চিত জুনিয়রদের অধীনে কাজ করছেন

আরও সংবাদ পড়ুন।

সরকারি কর্মকর্তাদের অবসরের ৩ বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই – হাইকোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top