শাহেদ ফেরদৌস (রানা) নামের এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর পাঠালো

Picsart_24-01-14_10-58-14-300.jpg

শাহেদ ফেরদৌস (রানা) নামের এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর পাঠালো

অপরাধ প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

অসদাচরণের দায়ে মো. শাহেদ ফেরদৌসের (রানা) বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

শাহেদ ফেরদৌস পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নিয়োজিত ছিলেন।

এর আগে তিনি ঢাকা এসপিবিএন–১ এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ২০২০ সালের ২৯ আগস্ট তিনি দুজন পুলিশ পরিদর্শক ও তিনজন উপপরিদর্শকের সহায়তায় তিনজন বহিরাগত ব্যক্তিকে অস্ত্রাগার পরিদর্শনের সুযোগ করে দেন। ওই ব্যক্তিরা অস্ত্রাগার পরিদর্শন এবং অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন।

এ ঘটনায় কয়েক দফায় তদন্ত এবং শাহেদ ফেরদৌসের জবাব নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় অসদাচরণের জন্য তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

পুলিশের স্বর্ণ ছিনতাই – এসআই সহ ৩ পুলিশ সদস্য গ্রেপ্তার

আরও সংবাদ পড়ুন।

অসন্তোষ পুলিশের নন-ক্যাডারে; স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *