আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বিএনপির কর্মসূচি

Picsart_23-06-03_09-56-53-354.jpg

বিশেষ প্রতিবেদকঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ ভেঙে দেওয়াসহ একাধিক দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে জেলা সদরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। পরদিন শনিবার রাজধানী ঢাকাসহ সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
 
রাজধানী ঢাকায় এই মিছিল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মৌখিক অনুমতি পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
রিজভী বলেন, ‘২৭ জানুয়ারি শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারা দেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে।’ 

আরও সংবাদ পড়ুন।

আজ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী

আরও সংবাদ পড়ুন।

খালেদা জিয়া বাসায় ফিরছেন

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল মঙ্গলবার ও বুধবার দু’দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে – বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top