সাগর চৌধুরীঃ আজ (বৃহষ্পতিবার ২৫শে জানুয়ারি ২০২৪) সকালে সরকারী সফরে ভোলায় আসেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
দুপুরে সার কারখানা তৈরির জন্য জেলার ভেদুরিয়া ও ইলিশাসহ সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের শিল্পমন্ত্রী বলেন, দ্বীপ জেলা ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, প্রচুর পরিমাণে গ্যাস থাকায় ভোলা জেলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে সার কারখানা করতে পারলে বিদেশ থেকে আর কোন সার আমদানি করতে হবে না। বিষয়টি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বলেও জানান মন্ত্রী।
এসময়ে উপস্থিত ছিলেন,আলী আজম মুকুল এম,পি ভোলা -২, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহিদুজ্জামান বিপিএম, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
শাহজালাল সার কারখানা পরিদর্শনে শিল্প সচিব উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার তাগিদ
আরও সংবাদ পড়ুন।