আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম ও হয়রানী; তিন আনসার সদস্য বরখাস্ত
সাগর চৌধুরীঃ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম ও গ্রাহক হয়রানীর প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক সেজে সেবা নিতে গেলে দালালদের দৌরাত্ম দেখতে পায়। দালালদের সাথে আনসার সদস্যদের যোগসাজশ পায়।
টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রসাশন বরাবর নিয়ে যায়।
পরিচালক প্রসাশন জানান, প্রতিমাসে তাদের এখানে র্যাবের অভিযান চালানো হয়। তিনি ঐ দালালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এছাড়া এই দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষনিক চাকুরী থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
সর্বশেষ অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করা হয়।
এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে।
তিন জন আনসার সদস্য তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে
১। শামীম
২। আজিজুর রহমান
৩। নূর আলম
পাসপোর্ট অধিদপ্তর ৩ আনসার সদস্য প্রত্যাহার করেছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জানাবে পাসপোর্ট অধিদপ্তর।
এছাড়াও মুজিবর রহমান নামের একজন দালালের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ঘুষের বিনিময়ে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির কারণে পাসপোর্টের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
আরও সংবাদ পড়ুন।
পাসপোর্ট কর্মকর্তা মোতালেব হোসেন ও তার স্ত্রীর ইসরাত জাহানের বিরুদ্ধে দুদকের মামলা