পাসপোর্ট কর্মকর্তা মোতালেব হোসেন ও তার স্ত্রীর ইসরাত জাহানের বিরুদ্ধে দুদকের মামলা

PicsArt_06-09-09.58.31.jpg

পাসপোর্ট কর্মকর্তা মোতালেব হোসেন ও তার স্ত্রীর
ইসরাত জাহানের বিরুদ্ধে দুদকের মামলা

সাগর চৌধুরীঃ পাসপোর্ট অধিদফতরের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩০ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক
মামলা করেছেন।

অভিযুক্ত মো. মোতালেব হোসেন ৭৬ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদের বিরবরণ দুদকে জমা দিয়েছেন। তবে ওই সম্পদ বিবরণীতে ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। তিনি মোট ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার অবৈদ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়।

এদিকে, এই উপসহকারী পরিচালকের স্ত্রী মিসেস ইসরাত জাহানের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, তিনি সম্পদ বিবরণীতে দেয়া পুরো ৩ কোটি ৮ লাখ ১০ হাজার ৫৭ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও দখলে রেখেছেন। দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে তিনি ৯৯ লাখ ৯৮ হাজার ২৫৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

তাদের দুজনের বিরুদ্ধেই দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

গত ২৪ জুন পৌনে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আব্দুল মাবুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top