রজব মাসের চাঁদ দেখা যায়নি! পবিত্র শব-ই-মিরাজ কবে ?

Picsart_23-03-23_10-41-53-593.jpg

ইসলাম ধর্ম মতে— মহানবীর (সা.) ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। আল্লাহ পৃথিবী থেকে রাসুলকে (সা.) বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিমের (সা.) এই মেরাজ রাতে ইবাদত করেন মুসলমানরা।

ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এই রাতেই প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হজরত মোহাম্মদ (সা.)।

ধর্ম প্রতিবেদকঃ বাংলাদেশের আকাশে আজ হিজরি ১৪৪৫ বর্ষের রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রবিবার (১৪ জানুয়ারি) থেকে রজব মাসের তারিখ গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব আলী মণ্ডল।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম মতে— মহানবীর (সা.) ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। আল্লাহ পৃথিবী থেকে রাসুলকে (সা.) বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিমের (সা.) এই মেরাজ রাতে ইবাদত করেন মুসলমানরা।

ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এই রাতেই প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হজরত মোহাম্মদ (সা.)।

আরও সংবাদ পড়ুন।

এক’শ ধর্ম ব্যবসায়ীর তালিকা দুদকে জমা দিয়েছে গণকমিশন

আরও সংবাদ পড়ুন।

বাংলাতেও হবে হজের খুতবা; খুশি ধর্মপ্রান মুসলমান

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top