‘আমার বাংলাদেশ হাসপাতাল’এর মালিক গোলাম সরোয়ারের জেল থেকে বের হয়েও প্রতারনা ব্যবসা চালিয়ে যাচ্ছেন

Picsart_23-11-25_12-40-55-165-scaled.jpg

আমার বাংলাদেশ হাসপাতাল‘এর মালিক গোলাম সরোয়ারের RAB এর হাতে আটক; জেল থেকে বের হয়েও প্রতারনা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের যে সকল নিয়ম কানুন মেনে চলতে হয় আমার বাংলাদেশ হাসপাতালে’র মালিক গোলাম সরোয়ার সেই সব নিয়ম কানুনের তোয়াক্কাই করে না। স্বাস্থ্য সেবার নামে এমন অনিয়ম দেখার কেউ নেই?

অপরাধ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার শ্যামলীতে ‘আমার বাংলাদেশ হাসপাতালে’ থেমে নেই গোলাম সরোয়ারের আপরাধ ও দূর্নীতি।

আমার বাংলাদেশ হাসপাতালে অবৈধভাবে চলছে রোগীর সাথে প্রতারনা। সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগী এনে ভর্তী করাতে বাধ্য কারানো হয় তার হাসপাতালে। রোগী ভর্তী করেই নানা রকম ছল চাতুরী করে নানা রকম টেষ্ট ও সিট ভাড়ার কথা বলে আদায় করছেন লাখ লাখ টাকা।

এর আগেও তিনি একই অপরাধের কারণে, RAB এর হাতে আটক হয়ে জেল খাটেন। কিন্তু প্রতারনার এই বরপুত্র সবপক্ষকে ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছেন প্রতারনার সামাজ্য। আইন ও আদালতে তার কিছুই করতে পারছে না।

আমার বাংলাদেশ হাসপাতালে’র মালিক গোলাম সরোয়ার জেল থেকে বের হয়ে নানা কৌশলে পুরনো ব্যবসায় আবারও ডন হয়ে উঠেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও এই হাসপাতালে থাকেন মাত্র একজন এমবিবিএস চিকিৎসক মাঝে মাঝে তাও থাকেনা।

স্বাস্থ্য অধিদপ্তরের যে সকল নিয়ম কানুন মেনে চলতে হয়
আমার বাংলাদেশ হাসপাতালে’র মালিক গোলাম সরোয়ার সেই সব নিয়ম কানুনের তোয়াক্কাই করে না। তিনি নিজে এবং তার সহযোগীদের নিয়ে শক্তিশালী এক সিন্ডিকেট তৈরী করেছেন।

রাজধানীতে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে সাধারণ জনগনের সেবার নামে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন! স্বাস্থ্য সেবার নামে এমন অনিয়ম দেখার কেউ নেই ?

আরও সংবাদ পড়ুন।

ঢাকা মেডিকেল কলেজে রোগীদের সেবা প্রদানে হয়রানি; সরকারি টাকা আত্মসাৎ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অনিয়ম ও ঘুষ বানিজ্য – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়া আটক ও দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top