আজ থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধ শুরু

Picsart_23-06-03_09-56-53-354.jpg

আজ থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধ শুরু

রাজনৈতিক প্রতিবেদকঃ শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিসহ অন্যান্য দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ থাকা দলগুলোর আন্দোলনে কোনও পরিবর্তন আসছে না।

ফলে চতুর্থ বারের মতো আবারও আজ (১২ ও আগামীকাল ১৩ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করছে সরকার পতনের আন্দোলনে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলো।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩) বিকালে রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ তাদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সংবাদ সম্মেলনে বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। সেভাবেই এগোচ্ছে। জনগণের চাওয়াকে মূল্যায়ন না করে এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়। সেই অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে আসছি।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ ১২ ও আগামীকাল ১৩ নভেম্বর রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করেন।

এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। পরে দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। এরপর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৮ ও ৯ নভেম্বর। 

আরও সংবাদ পড়ুন।

বিএনপি’র ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

আরও সংবাদ পড়ুন।

জাতিসংঘ খালেদা জিয়াকে বন্দি হিসেবে দেখছে – মুক্তি দিতে শেখ হাসিনাকে চিঠি

আরও সংবাদ পড়ুন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আটক করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top